ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শাহেনা আক্তার (৩০) নামে চার সন্তানের জননীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) সকাল নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত গৃহবধূর ভগ্নিপতি হারুন মিয়া অভিযোগ করে বলেন, শাহেনার স্বামী বাবুল দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত। এজন্য তিনি মাঝে-মধ্যেই তাকে মারধর করতেন। এর ধারাবাহিকতায় রোববার রাতে তিনি শাহেনাকে কুপিয়ে হত্যা করেছেন।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, নিহতের মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী বাবুল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।




Discussion about this post