বিডি ল নিউজঃ এখন থেকে আপনি আর আপনার বাইকের পিছনে কাউকে নিয়ে ঘুরতে পারবেন না। নিজের কাজে নিজে একা চালিয়ে যান। কেননা, আজ মোটরসাইকেলে চালক ছাড়া আরোহী বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বহন করা নিষিদ্ধ করা হয়েছে। ১৯৮৩ সালের মোটর ভেহিক্যাল অধ্যাদেশ এর ৮৮ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।




Discussion about this post