আন্তর্জাতিক ডেস্ক: চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধে নতুন করে ঘি ঢাললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র আরো ২০ হাজার কোটি ডলার মূল্যের প্রায় ছয় হাজার চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে চলেছে দেশটি। বেইজিংয়ের ওপর যুক্তরাষ্ট্রের এটিই সবচেয়ে বড় ধরনের শুল্ক আরোপের ঘটনা। আগামী ২৪ সেপ্টেম্বর নাগাদ নতুন এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
যেসব চীনা পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে সেহগুলোর মধ্যে হাতব্যাগ, চাল ও টেক্সটাইল পণ্য অন্যতম। এছাড়া হাতঘড়ি ও উঁচু চেয়ারের মত পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হবে বলেও ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে এই নতুন শুল্ক আরোপের বিষয়টি কার্যকর করা হবে। প্রথম পর্যায়ে পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। আগামী বছরের শুরু থেকে তা বেড়ে ২৫ শতাংশে গিয়ে দাঁড়াবে। এ নিয়ে দুই দেশ নতুন কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এ শুল্ক বহাল থাকবে।
এর আগে চীন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের অঙ্গীকার করেছিল। জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে সতর্ক করে দিয়ে বলেন, পাল্টা ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রও অবিলম্বে তৃতীয় অধ্যায়ের ব্যবস্থা নিতে শুরু করবে। সূত্র: বিবিসি
Discussion about this post