বিডিলনিউজঃ বেলা তিনটার দিকে খালেদা জিয়া নিজ ঘর থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। তবে আধা ঘণ্টারও বেশি সময় পুলিশের বাধায় সেখানেই বসে থাকেন তিনি। পরে পায়ে হেঁটে বাড়ির ফটকে গিয়ে পুলিশের সাথে কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে কিছুক্ষণ তিনি একটা চেয়ারে বসে থাকেন। এরপর নিজ ঘরে ফিরে যান। তবে এর আগে, ঘর থেকে বের হতে না দেয়ায় পুলিশের ওপর ক্ষুব্ধ হয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। যে পুলিশ কর্মকর্তা তাকে বাধা দিয়েছে তাকে তাঁর সাথে দেখা করতে বলেছেন বিএনপি চেয়ারপারসন।
যাওয়ার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন বিরোধীদলীয় নেতা। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন। যে পুলিশ কর্মকর্তার সঙ্গে খালেদা জিয়ার কথা হয়েছে তাকে খুঁজেন তিনি। এ সময় পুলিশ সদস্যদেরকে ধমকের সুরে কথা বলেন বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়া বলেন, ‘আপনাদের সঙ্গে তো আমার বিরোধ নেই। কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ি থেকে বের হতে দেয়া হবে না।… আপনার মুখটা এখন বন্ধ কেন? (এক নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে) এই মহিলা-এতোক্ষণ তো কথা বলেছেন। এখন চুপ কেন?…দেশ কোথায়? গোপালি? গোপালগঞ্জ জেলার নাম বদলে যাবে। গোপালগঞ্জ থাকবে না। গজব পড়বে আপনাদের ওপর। কতগুলো আলেম হত্যা করেছেন, কতগুলো বিডিআর হত্যা হয়েছিল তখন কোথায় ছিল হাসিনা। এত নিরাপত্তা তখন কোথায় ছিল? …হাসিনা এর সাথে জড়িত ছিল।’
পুলিশকে লক্ষ্য করে খালেদা জিয়া বলেন, ‘আজ চারপাশে এতো অপরিচিত মানুষ দেখা যায়। বোঝা যায় না এরা বাংলাদেশি। আজ যে কর্মসূচি ছিল, তা তো গণতন্ত্র আর দেশ রক্ষার জন্য। দেশ রক্ষা করতে চাইবেন না, গোলামি করবেন, দালালি করবেন? এই গোলামি থাকবে না। এই দেশ বিক্রি চলবে না হাসিনার। দেশ রক্ষা করা হবে। হাসিনাকে দালালি বন্ধ করতে বলেন। …হাসিনার দালালি করলে চলবে না। দেশের মানুষের সঙ্গে থাকুন। তাতেই দেশ বাঁচবে, মানুষ বাঁচবে’।
পুলিশকে খালেদা জিয়া বলেন, ‘আপনারা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছেন। মা বোনদের কান্না বৃথা যাবে না। আজ যারা নির্যাতন করছেন তাদের চোখও কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে’। এরপর বিরোধীদলীয় নেতা বলেন, ‘ধাক্কাধাক্কি বন্ধ করেন। আপনারা চাকরি করেন। কিন্তু গায়ের ওপর ওঠে যাবেন না। যেখানে থাকার সেখানে থাকুন। এখন আমার ঘরে এসে ঢুকে গেছেন’।
এক পর্যায়ে একপাশে থাকা এক নারী পুলিশকে খালেদা জিয়া বলেন, ‘এই যে মহিলা, কয়দিনের চাকরি হয়েছে যে এতো কথা বলো। কীসের জন্য এতো কথা বলো। এতো ঝগড়া করো কেন? চুপ থাকো বেয়াদব কোথাকার’। যে পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে তাকে খুঁজেন খালেদা জিয়া। বলেন, ‘আপনার অফিসার কোথায় গেলো? আসলো না। তাকে বলবেন আমার সাথে দেখা করতে, আমি কথা বলতে চাই। বুঝেছেন? বুঝেননি কথাটা? এটা তো বাংলা ভাষা, নাকি অন্য ভাষায় বলতে হবে? বুঝেছেন? সেই অফিসারকে বলেন আমার সাথে দেখা করতে’।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশ ও গণতন্ত্র রক্ষায় আমরা আপনাদের সঙ্গে থাকবো। তিনি বলেন, ‘যারা রাজপথে নেমেছে নানাভাবে লাঞ্ছিত হয়েছে সবার প্রতি জানাই সহানুভূতি ও আন্তরিক ধন্যবাদ।জনগণকে বলতে চাই গণতন্ত্র আজ ধ্বংসের মুখে। গণতন্ত্রকে ও দেশ রক্ষার জন্য আহ্বান জানিয়েছি। জনগণ সাড়া দিয়েছে। সরকার ভয় পেয়ে সব বন্ধ করে দিয়েছে। এই সরকার অবৈধ, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই’।
Discussion about this post