বিডি ল নিউজঃ
চুয়াডাঙ্গার শহরের দশমী পাড়ায় কার্পাসডাঙ্গা কলেজের শিক্ষিকা বিয়ের দাবিতে ছাত্রদল নেতা সবুজের বাড়িতে অনশন করেছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর থেকে একই পাড়ার সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী ও কার্পাসডাঙ্গা কলেজের শিক্ষিকা বিয়ের দাবিতে আনসার আলী মাষ্টারের
ছেলে সবুজের বাড়িতে অবস্থান নিয়ে বিকেল পর্যন্ত অনশন করতে থাকলে প্রেমিক সবুজের পরিবারের লোকজন তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে
দেয়। এরপর থেকে বিচারের দাবিতে অসহায় শিক্ষিকা গ্রাম্য মাতব্বরদের কাছে বিচারের আশায় ধর্ণা দিচ্ছে। এ ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছে।
কলেজ শিক্ষিকা জানায়, দেড় বছর আগে সবুজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রতিশ্রুতি দেয় তাকে। সম্প্রতি সবুজকে তিনি বিয়ের জন্য চাপ দিলে
বিভিন্ন অজুহাতে বিয়ে করবে না বলে জানায়।
তিনি আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চাইতে গেলে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলীসহ তার লোকজন আমাকে তাড়িয়ে দেয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post