লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় বিদ্যালয়ের দফতরি/নৈশ্যপ্রহরী রবিউল ইসলামকে (২৩) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।
রবিউল আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর ওয়াপদাপাড়ার মোজাম্মেল হক ওরফে ভুড়িয়া মোজাম্মেলের ছেলে। তিনি মহিষাশ্বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি/নৈশ্যপ্রহরী।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আক্তার জানান, শনিবার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিলো। এসময় রবিউল এক ছাত্রীকে ফুসলিয়ে পাশের সেচপাম্প ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ খবর দিলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম রবিউল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।




Discussion about this post