বিডি ল নিউজঃ ৫৩ বছর বয়সি এক ব্যক্তি তার ছেলের ঘরে স্পাই-ক্যামেরা বসিয়ে ছিলেন, কারণ তিনি তাঁর একুশ বছর বয়সি ছেলের, তার বান্ধবীর সঙ্গে যৌন কর্ম দেখতে চেয়েছিলেন। এই অপরাধে সেই ব্যক্তির চার বছরের জেল হয়েছে।

সূত্রের তরফে জানা গেছে, ছেলের শোওয়ার ঘর থেকে বিভিন্ন রকমের শব্দ আসত। সেই শব্দ থেকে কৌতূহল জেগে ওঠে সেই ব্যক্তির মনে। তারপরই তাঁর স্পাই-ক্যাম লাগানোর পরিকল্পনা। ছেলের অজান্তে, ছেলের বেডরুমে ক্যামেরা বসিয়ে দেয় বাবা। এরপর ছেলে যখন তার বান্ধবীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত থাকে, তখন রান্না ঘরে রান্না করতে করতে, সেই দৃশ্য উপভোগ করত বাবা। কিন্তু বাবার এই কীর্তি ফাঁস হয়ে যায়, যখন ব্যক্তিটির মেয়ে টিভি চালিয়ে দেয়। সেখানে সে তার দাদাকে যৌন কর্মে লিপ্ত থাকা অবস্থায় দেখে ফেলে। তারপরই ক্যামেরার সন্ধান করা হয় এবং সেটি খুঁজেও পাওয়া যায়।
এই ঘটনাকে বিচারপতি বিশ্বাসভঙ্গের এক জঘন্য উদাহরণ বলেছেন, যার জন্যে অভিযুক্ত ব্যক্তির চার বছরের জেল হয়েছে। শুধু ছেলের যৌন কর্ম দেখেই অভিযুক্ত ব্যক্তি থেমে যাননি, তিনি ছেলের বান্ধবীর নগ্ন ছবির স্টিলও বের করেছেন।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post