বিডি ল নিউজঃ
উগ্রপন্থী ও জঙ্গিবাদীদের হাত থেকে বাংলাদেশ রক্ষায় বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহান্মদ নাসিম। বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
নাসিম বলেন, বিদেশি ভাই-বন্ধুদের মনে রাখতে হবে, এই দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। তাই বিদেশি বন্ধুদের অনুরোধ করব, আপনারা শান্তি ও গণতন্ত্রের পক্ষের শক্তিকে সাহায্য করুন। উগ্রপন্থী ও জঙ্গিবাদীদের হাত থেকে বাংলাদেশ রক্ষা করুন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগ নেতা বলেন, অনেক আল্টিমেটাম দিয়েছেন। এখন আমরা আপনাকে আল্টিমেটাম দিচ্ছি, সুপথে আসুন, না হয় ধ্বংস অনিবার্য। তিনি বলেন, আগামী ৫ তারিখে যে নির্বাচন হবে, তাতে হাজার হাজার মানুষ অংশ নেবে। কেউ ঠেকাতে পারবে না। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কোনো শয়তান বা শত্রুকে ছোট করে দেখতে নেই। এর আগে খালেদা জিয়ার পরামর্শে হেফাজতে ইসলাম দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার রাজপথে নামার হুঙ্কার, সংবাদ সম্মেলন এবং হেফাজতের সমাবেশ সবই এক সূত্রে গাঁথা। হেফাজত, বিএনপি-জামায়াত নতুন করে মাঠ গরম করার অপচেষ্টা করছে।
Discussion about this post