জঙ্গি কর্মকান্ডে অস্ত্রের উৎস তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।<br /> ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সোমবার (২৮-১২-১৫) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।<br /> মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গি কর্মকান্ডে ব্যবহৃত অস্ত্রগুলোর উৎস তদন্ত করে দেখা হচ্ছে। চট্টগ্রামে জঙ্গি আস্তানায় যে রাইফেল পাওয়া গেছে, সেটা দেশে ব্যবহৃত হয় না। এটা কোথা থেকে কীভাবে এসেছে চট্টগ্রাম ডিবি সেটি তদন্ত করছে। দিনাজপুর যে অস্ত্র পাওয়া গেছে সেটাও সেখানকার পুলিশ তদন্ত করছে। আর বিস্ফোরকগুলো সাধারণত বিভিন্ন পথে চোরাইভাবে আসে। সবগুলো ঘটনারই যেহেতু আলাদা আলাদা মামলায় তদন্ত হচ্ছে, সেহেতু তদন্ত শেষে জানা যাবে অস্ত্রগুলোর উৎস কোথায়?’<br /> গত রবিবার রাতে র্যাবের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই অভিযানের বিস্তারিত তথ্য এখনো আমাদের কাছে আসেনি, তাদের সাথে মতনিনিময় শেষে আমরা বলতে পারব, অন্যান্য জঙ্গি আস্তানাগুলোর সাথে এটার কোনো যোগসূত্র রয়েছে কিনা।’<br /> জঙ্গি কর্মকান্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘তারা নাশকতামূলক পরিস্থিতি তৈরির জন্য বিশেষ কিছু জায়গা থেকে পৃষ্ঠপোষকতার পাশাপাশি আর্থিক সাহায্যও পাচ্ছে।’<br /> তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদের ধারায় বিশ্বব্যাপী পরিবর্তন হয়েছে। তাদের নাম কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বিভিন্ন নামে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত হয়ে বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকান্ড চলছে। বাংলাদেশেও এর কিছু রেশ পড়েছে। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন গ্রুপ একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে।’<br /> ‘আন্তর্জাতিকভাবে প্রভাবিত হয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব মনে করছে এই সংগঠনগুলো। তবে এটা তাদের একধরনের ভ্রান্ত ধারণা’, বলেন মনিরুল।<br /> যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অপচেষ্টা থেকে জঙ্গি সংগঠনগুলো অনুপ্রেরণা পাচ্ছে বলেও ডিবির এই কর্মকর্তা মনে করেন।<br /> বর্তমান জঙ্গি সংগঠনগুলোর প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বর্তমানে একটিভ না থাকলেও বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা করছে। জেএমবিও ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে নাশকতামূলক কর্মকান্ড করার চেষ্টা করছে।’<br /> ইতোপূর্বে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তার সবগুলোতেই আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য ও অগ্রগতি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘জঙ্গি সংগঠনগুলো নাশকতা ঘটানোর আগেই অনেক জায়গায় তাদের আস্তানায় হানা দিয়ে তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।’<br /> বর্তমানে জঙ্গি তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি দেশবাসীকে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন।<br /> বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘এখানে মানুষ ধর্মভীরু। এ ধরনের উগ্রবাদকে মানুষ ঘৃণা করে। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠার কোনো সুযোগ নেই।’<br /> পৌরসভা নির্বাচনের পর জঙ্গিবাদ দমনে অভিযান প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পৌর নির্বাচনের পর হয়তো সমন্বিতভাবে দেশব্যাপী অভিযান চালানো হবে।</p>




Discussion about this post