বিডিলনিউজঃ আজ এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী সরকারকে জনগণের উপর হামলা বন্ধের আহ্বান করেন। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায় আদেশ দিয়ে এবং দলীয় লোকদের তাদের ছত্রছায়ায় রেখে নাগরিকদের উপর হামলা বন্ধ করুন।
নির্বাচন নিয়ে তিনি বলেন, এক তরফা নির্বাচন বন্ধ করে সকল দলের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ তৈরী করুন। কারণ, অন্যায়ভাবে এবং জোর-জুলুম চালিয়ে কেউ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পেরেছে, এমন নজির পৃথিবীতে নেই।
এসময় সুপ্রিমকোর্ট ও জাতীয় প্রেসক্লাবে আইনজীবি এবং সাংবাদিকদের উপর পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগের হামলাকে বর্বরোচিত এবং সরকারের ফ্যাসিবাদি আচরণ হিসাবে অভিহিত করে তিনি বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় পুরুষের পাশাপাশি মহিলা আইনজীবি ও মহিলা সাংবাদিকদের উপর ছাত্রলীগের কর্মীরা যে বর্বরোচিত কায়দায় হামলার সচিত্র প্রতিবেদন এসেছে, তা দেখে যে কোন সচেতন নাগরিক স্তব্ধ না হয়ে পারবে না। নারীদের উপর এমন বর্বর হামলা আইয়্যামে জাহিলিয়্যাকে স্মরণ করিয়ে দেয়। এমন বর্বরতায় আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও সহযোগিতা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
Discussion about this post