রাজশাহী প্রতিনিধি: নির্বাচনে জয়-পরাজয় আছে। রাজশাহীর জনগণ যে রায় দেবেন সেটিই আমি নিঃসঙ্কোচিত্তে মাথা পেতে মেনে নেব। একথা বলেছেন, রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে নগরীর ৬৩নং উপশহর স্যাটেলাইট হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
লিটন বলেন, আমি আশাবাদী নৌকার পক্ষে যে জোয়ার দেখা গেছে, তাতে এক লাখ ৭০ বা তারও বেশিসংখ্যক ভোটে আমাদের বিজয় হবে। বিএনপি প্রার্থীর ভোট বয়কটের হুমকিসহ বিভিন্ন দেয়া অভিযোগ ও হুমকি প্রসঙ্গে লিটন বলেন, ওসব হচ্ছে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত।
তিনি বলেন, আমরা নগরীর প্রতিটি ওয়ার্ডে, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে গেছি। আমরা দেখেছি নৌকা প্রতীকের প্রতি সব শ্রেণিপেশার মানুষের উচ্ছ্বাস। ইনশাল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।
তিনি আরও বলেন, কেউ যাতে অতিউৎসাহী হয়ে এমন কিছু না করেন, যাতে রাজশাহীতে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। তিনি নগরবাসীকে নিজ নিজ কেন্দ্রে গিয়ে নিজেদের রায় প্রদানের আহবান জানান।
এদিকে রাজশাহী স্যাটেলাইট হাইস্কুল কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৭৭২ জন। এই কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেন ৭২ বছরের নারী আনোয়ারা সাত্তার। এ ছাড়া মেয়রপ্রার্থী লিটনের সহধর্মিণী শাহিন আকতার রেনি ও মেয়ে ডা. অর্ণা জামানও একই সঙ্গে ভোট প্রদান করেন।
Discussion about this post