বিডিলনিউজঃ বিএনপির ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে গণমানুষের কোন সাড়া মিলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। অতীতে বেগম খালেদা জিয়া এমন অনেক আল্টিমেটাম দিয়েছেন। কিন্তু তাতে জনগণের কোন সাড়া মেলেনি। আজ শনিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচির আলহাজ সিদ্দিক হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, গণবিরোধী কোন আল্টিমেটাম ইতোপূর্বেও সফল হয়নি, এবারও হবেনা। এখন আবার ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা নিয়ে তথাকথিত অভিযাত্রার নামে জামায়াত-শিবিরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে পুনরায় পতাকার অবমাননার পথ বেছে নিয়েছে। তবে বাংলাদেশের সচেতন জনগণ তাদের এ অপচেষ্টা সফল হতে দেবে না।
তিনি বলেন, কোন ষড়যন্ত্রই ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে পারবে না। বিএনপি নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন মিস করেছে। নির্বাচনে অংশ নেবার জন্য বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার উপর্যুপরি আন্তরিক আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি তাদের যুদ্ধাপরাধী মিত্র জামায়াতকে রক্ষায় ব্যস্ত ছিল।
Discussion about this post