বিডি ল নিউজঃ ২৭ তম জন্মদিনে টুইটারে সাদা-কালো টপলেস ছবি পোস্ট করলেন আর অ্যান্ড বি তারকা রিহানা। গতকাল ছিল তাঁর জন্মদিন। ছবি পোস্ট করে দীর্ঘ বার্তাও দিয়েছেন তিনি। লিখেছেন, ২৭ বছর আগে মাত্র ২৭ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন আমার মা। জীবন মসৃন নয়। কিন্তু আমার বাবা স্বর্গ থেকে আমাকে এখানে নিয়ে আসার জন্য আমাকে বেছে নিয়েছিলেন বলে আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সময় যত এগিয়ে চলেছে আমি তত বেশি কৃতজ্ঞ হয়ে উঠছি। প্রত্যেক দিন ঘুম থেকে জেগে ওঠার অর্থ আমরা জীবনে আর একটা সুযোগ পাচ্ছি।
জনপ্রিয় ‘আমব্রেলা’ তারকা বার্থডে কেকের সামনে ধূমপানরত নিজের একটি কার্টুন ছবিও পোস্ট করেছেন। নিজের অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও কোলাজও শেয়ার করেছেন রিহানা।
সূত্রঃ এবিপি আনন্দ




Discussion about this post