বিবিরহাট বাজারে মঙ্গলবার প্রধান বাজার বসায় ব্যবসায়ীরা গরু নিয়ে ভিড় করছেন। জেলার উপজেলাগুলো ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করায় গরুবাজারের সীমানা বিবিরহাট বাজার ছাড়িয়ে মুরাদপুর, আতুরারডিপো, বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা, মোহাম্মদপুর পর্যন্ত গিয়ে ঠেকেছে। তাই সড়কের বাজার থেকেই দরদাম করে গরু কেনার চেষ্টা করছেন বেশিরভাগ ক্রেতা।
বিবিরহাট বাজারের ইজারাদার মনজুর আলম বলেন, বেচাকেনা ভালই হচ্ছে। উদ্ভুদ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ নিয়োজিত আছে। পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ার টিম টহলে আছে। কোথাও কোন সমস্যার খবর এখনো আমরা পাইনি।
তিনি বলেন, বাজার ঈদের দিন সকাল পর্যন্ত চলবে। ক্রেতারা আসছেন, গরু কিনছেন। বাজারও জমে উঠেছে। ক্রেতারা যাতে রাতেও কেনাকাটা করতে পারেন সেজন্য জেনারেটরের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে।
বিবিরহাট গরুবাজারের হাসিল উত্তেলনকারী বাদশা মিয়া সিদ্দিকী বলেন, দুপুর দুইটার পর থেকে ক্রেতাদের ভিড় বেড়েছে। সপ্তাহে দুইদিন শনি ও মঙ্গলবার বিবিরহাট বাজারে প্রধান বাজার বসে। আজ মঙ্গলবার হওয়ায় বাজারের জমজমাট অবস্থা।
Discussion about this post