মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ সীমান্তে জমি নিয়ে বিরোধে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর যুধিষ্টির বসুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলার মৃধাবাড়ী গ্রামের নিহত সাবেক মেম্বর যুধিষ্টির বসুর (৫০) স্ত্রী ইতি বসু এ কথা জানান।
স্ত্রী ইতি বসু জানান, যুধিষ্টির বসু বুধবার বিকালে একই ইউনিয়ের দীঘিরপাড় গ্রামে ধর্মীয় কবি গান শুনতে যান। সেখান থেকে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়ি। ভোরে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে বাড়ির পাশে মুরগির খামারের রাস্তায় স্বামীর লাশ দেখতে পাই।’
নিহতের বড় ছেলে রনি বসু জানান, একই গোষ্ঠীর চাচাতো ভাই যতিশ বসু, সতিশ বসু, পাচু বসু গংদের সঙ্গে বাড়ির পাশে পুকুরের জায়গা নিয়ে বাবার মামলা চলছিল। গত কয়েক দিন আগে মামলার রায় আমাদের পক্ষে যায়। এতে যতিশ বসু গংরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
স্ত্রী ইতি বসু অভিযোগ করেন, ওরাই আমার স্বামীকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছেন।
ওসি জিয়াউল মোর্শেদ জানান, জখমকৃত লাশ উদ্ধার করা হয়েছে। মামলার পর আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্তরা বাড়িঘরে তালা মেরে পালিয়ে গেছেন।
Discussion about this post