নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনে শীর্ষ নেতারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টে তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম নির্বাচনের পর নৌকার কাণ্ডারিদের এটাই সবচেয়ে বড় জয়।
২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবং এই নির্বাচনে বিএনপি এককভাবে ৫টি এবং জোটগত হিসেবে ৭টি আসনে বিজয়ী হয়েছে।
Discussion about this post