বিডি ল নিউজঃ আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে জাতিসংঘের আহ্বানে সারা দিয়ে বিএনপিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মাহবুব-উল হানিফ বলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছে। সব সময়ই বিদেশী প্রভুদের উপর আপনাদের যে দুর্বলতা, সেই কারণে জাতিসংঘের কথা শুনে আপনার অবরোধ ক্ষ্যান্ত দিন। আপনারা কর্মসূচি প্রত্যাহার করে নিন, আপনি হত্যা বন্ধ করুন, পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা বন্ধ করুন। তাহলে বাংলার মানুষ আপনাকে (খালেদা) ভবিষ্যতে ক্ষমা করতে পারে।’
তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘কোনো কারণ ছাড়াই অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। আপনি বোমাবাজি বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন, অবরোধ বন্ধ করুন। আপনার লজ্জা করে এটা আমরা জানি। আপনি যে কর্মসূচি দিলেন সে কর্মসূচির ফলাফল শূন্য। কিছু মানুষ মারা গেছে, আর আপনার কিছু নেতাদের নামে এই ঘটনায় মামলা হওয়া ছাড়া আর কোনো ফল নেই। আপনার তাই শরম লাগছে আপনি আপনার কর্মসূচি প্রত্যাহার করতে পারছেন না।’
হানিফ বলেন, ‘বাংলাদেশে ক্ষমতার মালিক জনগণ। জনগণ যতদিন চাইবে ততদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। আপনার কোনো বিদেশী প্রভু শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। বিদেশীদের কাছে ধর্না দিয়ে লাভ নেই।’
মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি নিয়ে বিএনপির দুই নেতার মতো দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দল থেকে বহিষ্কারের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনি যদি সত্যিকার অর্থে জনগণের জন্যে রাজনীতি করতে চান তাহলে অবিলম্বে আপনার কু-পুত্র তারেক রহমানকে দল থেকে বহিষ্কার করুন। বিএনপিকে নষ্ট রাজনীতি থেকে বের করে আনুন।’
হানিফ বলেন, ‘অবরোধের নামে যত মানুষ হত্যা হয়েছে। প্রত্যেক হত্যার বিচার হবে। স্থানীয়ভাবে যারাই জড়িত তাদেরও বিচার করা হবে। হত্যাকান্ডের নির্দেশ দাতা হিসেবে খালেদা জিয়াকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘টাকা দিয়ে গরীব মানুষদের আর বোমা নিক্ষেপ করতে পাঠাবেন না। জনতার হাতে ধরা পড়লে এ গরীবদের প্রাণ হুমকির মুখে পড়বে।’
সরকার খাদের কিনারে পড়ে গেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার নয় আপনিই গর্তে ঢুকে আছেন।’
সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির এমন বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা বোমাবাজি করছে তারা যদি সরকারের সন্ত্রাসী হয় তবে বিজিবির মহাপরিচালকের বক্তব্যে আপনাদের কোথায় সমস্যা?’




Discussion about this post