বিডি ল নিউজঃ

আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ বছর দাপিয়ে বেড়ানো শচীন টেন্ডুলকার এবার জাতিসংঘের হয়ে ব্যাট করবেন। সোমবার জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষ্যে দিল্লিতে এক আলোচনা সভায় এমনই ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
সোমবার দিল্লিতে ‘দ্য ফিউচার উই ওয়ান্ট’ শীর্ষক আলোচনা সভায় ব্ক্তব্য দেন বান কি মুন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, সদ্য নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী এবং ভারতের ইউনিসেফ অ্যাম্বাসেডর শর্মিলা ঠাকুর।
শচীনকে ক্রিকেট ঈশ্বর অ্যাখ্যা দিয়ে বান কি মুন বলেন, ‘ভারতে প্রচুর অভিনন্দন পেয়েছি। কিন্তু এদিনের সন্ধ্যায় যেসব ব্যক্তিত্বের সঙ্গে দেখা হলো তাতে আমি আবেগে আপ্লুত। এবার জাতিসংঘের হয়ে ব্যাট করবেন ক্রিকেট ঈশ্বর।’ ওই অনুষ্ঠানে মহাসচিবের ২০ মিনিটের বক্তৃত্বায় বারবার উঠে এসেছে শচীনের কথা।




Discussion about this post