নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন সংগ্রহকারী জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার বংশালের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাসা থেকে আমার মা ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলিমকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তাকে বংশাল থানায় রাখা হয়েছে। গত জানুয়ারি মাসের একটি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।’
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রাজিয়া আলিম। ওই আসন থেকে প্রয়াত সাবেক সাংসদ নাছির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও পিন্টুর ভাই নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টু মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ঢাকা-৭ আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ, কোতোয়ালির একাংশ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও ধানমণ্ডির একাংশ নিয়ে গঠিত।




Discussion about this post