বিডি ল নিউজঃ

ইসলামিক স্টেট বা আইএস সদস্যদের হাতে জিম্মি জাপানি নাগরিকদের একজনকে হত্যা করার দাবি সম্বলিত ভিডিও চিত্র ইন্টারনেটে প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
জাপান এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জানায়, এই ভিডিও চিত্রটির সত্যতা যাচাই করে দেখছেন তারা, যা কিনা এর আগে আইএসের সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও চিত্রগুলো থেকে কিছুটা আলাদা ধরনের।
সদ্য প্রকাশিত এই ভিডিও চিত্রে বলা হচ্ছে, আটক জিম্মি নিরাপত্তা বিশেষজ্ঞ হারুনা ইয়াকুয়াকে হত্যা করা হয়েছে। তবে অপর জিম্মি সাংবাদিক কেনজি গোতো এখনও জীবিত আছেন।
এতে দেখা যাচ্ছে, গোতোর হাতে একটি ছবি রয়েছে যাতে সম্ভবত ইয়াকুয়ার মৃতদেহ দেখানো হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে প্রকাশিত ভিডিও চিত্রটিকে ‘ভয়ানক’এবং ‘অগ্রহণযোগ্য’উল্লেখ করে এর ব্যাপক নিন্দা জানান। মধ্যরাতেই তিনি তার মন্ত্রিসভার জরুরী বৈঠক ডাকেন।
প্রধানমন্ত্রী আবে বলেন, আইএসকে ভয় পায়না জাপান। সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করবে না জাপান।
ভিডিও চিত্রটি প্রকাশের আগে আইএস সদস্যরা জিম্মিদের মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করছিল। গত অগাস্টে ৪২ বছর বয়সী হারুনা ইয়াকুয়া সিরিয়ায় যাবার পর তাকে অপহরণ করে আইএস জঙ্গিরা।
আর ইয়াকুয়াকে মুক্ত করতে অক্টোবর মাসে সিরিয়ায় গিয়ে আইএস এর হাতে জিম্মি হন খ্যাতনামা জাপানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ৪৭ বছর বয়সী কেনজি গোতো।




Discussion about this post