আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তরঞ্চলীয় সাপোরো শহরের একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
রবিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ওই বিস্ফোরণের খবর জানতে পারে জাপানের জরুরি বিভাগ।
তাৎক্ষণিকভাবে তোয়োহিরা ডিস্ট্রিকের ওই রেস্টুরেন্টে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে স্থানীয় পত্র পত্রিকায় প্রকাশিক কিছু প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসলাইন ফেটে ওই বিস্ফারণ হয়েছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে ২০টি ফায়ার ইঞ্জিন। এদিকে আরো বিস্ফারণের আশঙ্কায় গোটা এলাকা চারপাশ থেকে ঘিরে রেখেছে পুলিশ।
জাপানি সংবাদ মাধ্যম এনএইচকে বলছে, ওই বিস্ফোরণে রেস্টুরেন্টের আশপাশের আবাসিক এলাকা (শহরের দক্ষিণ-পূর্বে প্রায় কিলোমিটার এলাকা) ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকগুলো ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এই বিস্ফোরণে আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সূত্র: বিবিসি




Discussion about this post