নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াতকে নিষিদ্ধ করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতের এখতিয়ার। সামনে নির্বাচন। মাত্র ২৮ দিন বাকী আছে। এই মুহূর্তে জামায়াত কিংবা অন্য কোনো দলকে নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষে কিছু করা সম্ভব না।
তিনি বলেন, বিএনপি এবং জামায়াতের সম্পর্ক একেবারেই আদর্শিক। তারা সারা বছর এক সঙ্গেই কাজ করে।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি লবিস্ট নিয়োগ দিয়ে লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না। তারা গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। তারা বুঝে গেছে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। এজন্য তারা বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে শঙ্কা-উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই জানিয়ে তিনি বলেন, সরকার অবাধ নির্বাচনে কখনো বাধা দেবে না। নির্বাচন পরিচালনায় কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।




Discussion about this post