চট্টগ্রাম প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
তার বিরুদ্ধে করা বিশেষ ক্ষমতা আইনের পাঁচটি মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত স্পেশাল-১ এর বিচারক ইসমাঈল হোসেন আবেদন নামঞ্জুর করে শামসুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাওলানা শামশুল ইসলামের আইনজীবী এডভোকেট মঞ্জুর আহমদ আনসারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনের ৫টি মামলায় শামসুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এতে নাশকতা, ভাঙচুর, সরকার উৎখাতে পরিকল্পনাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় আদালতে হাজির জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে।
জামায়াতের এ কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপির বিরুদ্ধে নাশকতা, ভাঙচুরসহ অন্তত ১০টি মামলা রয়েছে।




Discussion about this post