আটককৃতদের মধ্যে পৌর জামায়াতের দপ্তর সম্পাদক ইমাজ উদ্দীন ও ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুর রশিদ, সেক্রেটারি জাহাঙ্গীরসহ জামায়াত-শিবিরের ৬২ নেতাকর্মী রয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এশার নামাজ শেষে তারা মসজিদের ভেতরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলা জামায়াত আমির ও চেয়ারম্যান জিন্নাত আলী আগেই সটকে পড়ে। তাকে আটক করার জন্য অভিযান চলছে বলে জানান ওসি।
আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৩১ আগস্ট) সকালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।




Discussion about this post