নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগের অন্যতম বিনোদনকেন্দ্র ‘শহীদ জিয়া শিশুপার্ক’ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “শাহবাগের ‘শহীদ জিয়া শিশু পার্ক’টির নাম পরিবর্তন করে শুধু ‘শিশুপার্ক’ করা হয়েছে। এটি এখন কাগজপত্রে ‘শিশুপার্ক’।”
“তবে নাম ফলকে ‘শহীদ জিয়া শশুপার্ক’ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ‘শহীদ জিয়া’ এই শব্দ দুটি বাদ দিয়ে শুধু ‘শিশুপার্ক’ করা হবে।”
আজ বুধবার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী আরো বলেন, ‘এই জায়গায় মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্মৃতি জড়িত রয়েছে। এখানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছে। এই জায়গাটিকে বিতর্কিত করার জন্যই এখানে শিশুপার্ক করা হয়েছিল। কেননা পাকিস্তানি বাহিনী কখনই তাদের পরাজয় মেনে নিতে পারেনি।’
‘জিয়াউর রহমানের কাছে বিবিসির সাংবাদিক আতাউস সামাদ এখানে শিশুপার্ক করার কারণ জানতে চেয়েছিলেন। জবাবে জিয়াউর রহমান বলেছিলেন, মুসলিম বাহিনীর কোনো পরাজয় নেই। এই কথা বলে জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীকে মুসলিম বাহিনী ও তাদের পরাজয়কে ইসলামের পরাজয় হিসেবে দেখিয়েছেন।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা শিশুপার্ককে একটু সরিয়ে সব ধরনের রাইড স্থাপন করব। ওই জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপন করা হবে যাতে শিশু-কিশোররা এসে শিশুপার্কের আনন্দ উপভোগের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে।’
Discussion about this post