বিডি ল নিউজঃ
দল নির্বাচনে যাঁরা বাদ পড়ে যান, তাঁদের নিয়ে আলোচনা হয় কমই। নির্বাচিত খেলোয়াড়েরাই থাকেন কেন্দ্রবিন্দুতে। কিন্তু এবার বিশ্বকাপের দল নির্বাচনী সভায় বাদ পড়ারাও আলোচনায় আছেন ভালোভাবেই এবং সেই আলোচনা তুলে দিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান। দল ঘোষণার সংবাদ সম্মেলনে সভাপতিই ‘ফাঁস’ করে দিয়েছেন, বিশ্বকাপের দলে ঢোকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আল আমিনের সঙ্গে লড়াই হয়েছে শফিউলের। আর জুবায়ের হোসেনকে কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাইলেও নেননি নির্বাচকেরা।
সভাপতিই যেখানে ‘অন্দরমহলের’ কথা জানিয়ে দিয়েছেন, সেখানে কোচ আর চুপ করে বসে থাকবেন কেন! কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেও বললেন, ‘জুবায়েরকে আমি দলে চেয়েছিলাম, কারণ অস্ট্রেলিয়ায় লেগ স্পিনাররা খুব কার্যকর হয়। অস্ট্রেলিয়ায় গত চার বছরের অভিজ্ঞতায় দেখেছি, প্রতিটি রাজ্য দলই চেষ্টা করে দলে একজন লেগ স্পিনার রাখতে। তারা উইকেট নিতে পারে।’ বোলিংটাকে আরও বেশি আক্রমণাত্মক করতেই নাকি পরিকল্পনায় রাখা হয়েছিল জুবায়েরকে। তাঁকে না পেয়ে এখন অন্যদের দিয়ে কাজ চালাতে প্রস্তুত হাথুরুসিংহে। তবে জুবায়েরের জন্য আফসোসটা থেকেই যাচ্ছে, ‘সাকিব যেখানে আছে, এক দলে তিন বাঁহাতি স্পিনারকে খেলানোর সম্ভাবনা খুব কম। এটা খুব কঠিন সিদ্ধান্ত। বাঁহাতি যাঁদের নেওয়া হয়েছে তারাও ভালো খেলোয়াড়। কিন্তু আমি চেয়েছিলাম একটা বিকল্পও থাকুক।’
এক জুবায়েরকে না-পাওয়া ছাড়া ফারুক আহমেদের নির্বাচক কমিটির দেওয়া বিশ্বকাপের দল নিয়ে কোচের আর কোনো অসন্তুষ্টি আছে বলে মনে হলো না। ‘নির্বাচকেরা আমার মতামত জানতে চেয়েছেন এবং শেষ পর্যন্ত যে খেলোয়াড়দের পেয়েছি, তাদের নিয়ে আমি খুশি’—বলেছেন হাথুরুসিংহে। একজন কোচ যে তাঁর পছন্দের সব খেলোয়াড়কে দলে পাবেন না, সে বাস্তবতা মেনে নিয়েই যোগ করেছেন, ‘চাহিদামতো অন্তত ১২-১৩ জন খেলোয়াড় পেলেও একটা গেম প্ল্যান সাজানো যায়। খেলোয়াড়দের নিয়ে নানা রকম মত থাকতেই পারে। তবে আমরা যে দলটা পেয়েছি, সেটিতে ভালো সমন্বয় আছে।’
১৫ জনের দলে একেবারেই নতুন সৌম্য সরকারের অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোচ নির্বাচকদের যুক্তি মেনে নিয়েছেন, ‘সৌম্য রানের মধ্যে আছে এবং যা শুনেছি, ও নাকি ১ থেকে ৭ নম্বর পর্যন্ত যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। সঙ্গে সিম বোলিংয়েও হতে পারে ভালো বিকল্প।’ হাথুরুসিংহে অবশ্য সৌম্যের ব্যাটিংটাকেই প্রাধান্য দিতে চান, বোলিংটা তাঁর কাছে ‘বোনাস’, ‘তার জন্য দিনটা খুব ভালো না গেলে তার কাছ থেকে আমরা ১০ ওভার বোলিং আশা করছি না। তাকে আমরা দেখছি একটি ব্যাটিং বিকল্প হিসেবে, যে কিনা বলও করতে পারে।’
Discussion about this post