মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে প্রশাসন ও মানবাধিকার সংগঠন গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের হস্তক্ষেপে শুক্রবার বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রী (১৫)। মুচলেখা দিয়ে রক্ষা পেল বর ও কনের অভিভাবক। জানা গেছে, মাদ্রাসা ছাত্রীটির সাথে উপজেলার জাঙ্গীরাই গ্রামের আব্দুস শহীদের ছেলে জমির উদ্দিনের (২২) সাথে শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। সে অনুযায়ী বিয়ের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়। মানবাধিকার সংগঠন
গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের স’ানীয় তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন মনির ও আব্দুল
আজিজের মাধ্যমে খবর পান কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত জুড়ী ইউএনও) নাজমুল
হাসান। ইউ্এনও’র নির্দেশে সকাল এগারোটায় পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে হাজির হন জুড়ী সহকারী কমিশনার (ভুমি) ইবনুল হাসান। বাল্যবিয়ের ঘটনার সত্যতা পেয়ে তিনি তা বন্ধের নির্দেশ দেন।
এসময় কনের বয়স ১৮ পুর্ণ হওয়ার পূর্বে বিয়ে না দেয়ার মুচলেখা দিয়ে রক্ষা পান বর-কনের অভিভাবক।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান শিমুলতলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীর
বাল্যবিয়ে বন্ধের সত্যতা স্বীকার করেন।




Discussion about this post