হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে নয় জুয়াড়িকে আটক করেছে আর্মস পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটকরা হলেন- জাহাঙ্গীর (২০), মুকুল (৩২), আব্দুর কাদের (৩৫), মো. সুমন (২৮), রুবেল (২২), মো. সোহাগ (২০), রাসেল ( ১৯), আলমগীর (২৮), খোকন (৩০)।
বিমানবন্দর এপিবিএনের এএসপি আলমগীর হোসেন শিমুল বলেন, সেখানে প্রায়ই কয়েকজন বসে জুয়া খেলতেন। তাদেরকে একাধিকবার ধাওয়া করা হলেও তারা প্রশাসনের কথা শোনেননি।
তিনি আরও বলেন, সম্প্রতি কার্গো পার্কিংয়ের পাশে চায়ের দোকান ও হোটেলগুলো উচ্ছেদ করা হয়েছে। এরপরও তারা সেখানে বসে জুয়া খেলতেন। এ প্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সিএনটেপ’র সদস্য।




Discussion about this post