আশুলিয়ায় র্যাবের অভিযানে নিহত নব্য জেএমবি নেতা আব্দুর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার রুমির বিরুদ্ধে করা দু’টি মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে চিফ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট কোর্ট এ রিমান্ড মঞ্জুর করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলী মোল্লা জানান, বিকেলে দু’টি মামলার আসামি শাহনাজ আক্তার রুমিকে ১০ দিনের করে রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এছাড়া আব্দুর রহমানের তিন শিশু সন্তানকে গাজীপুর সেফ হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।




Discussion about this post