নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র্যাব-২। সেখান থেকে মাদকসহ ৩৭ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত র্যাব-২ এ অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, দুই ঘণ্টার অভিযানে প্রথমে ১০০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে দুই নারীসহ ৩৭ জনের বিরুদ্ধে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এঁদের কাছে বেশ কিছু ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে। তাঁদের মোহাম্মদপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে।
দুই নারীর মধ্যে একজন নাগিনা। তিনি জেনেভা ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে পাচুর স্ত্রী। গত ৮ জুন পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে জয়নাল ও তাঁর আরেক স্ত্রী ফারহানা আক্তার ওরফে পাপিয়াকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন টিম। গত দুই মাসে জেনেভা ক্যাম্পে কয়েক দফায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Discussion about this post