নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে সেনাবাহিনীর এক মেজর ও জেলা প্রশাসকের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে নোয়াখালী আইনজীবী সমিতির বর্ধিত ভবন উচ্ছেদ করার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আজ রবিবার সকাল ১০টার দিকে কোনো ধরনের আইনগত নোটিশ ছাড়াই এখতিয়ার বহির্ভূতভাবে একজন সেনাবাহিনীর মেজর ও জেলা প্রশাসক এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সহ ; নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে মোখিক ভাবে আইনজীবী সমিতির বর্ধিত ভবন উচ্ছেদ করবে মর্মে সতর্ক করেন। অথচ জেলা প্রশাসক ইতোপূর্বে নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সাথে আলাপকালে জানান আইনজীবী সমিতির সদস্যদের ব্যবহৃত কোন চেম্বারে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত বা অভিপ্রায় প্রশাসনের নাই।
কিন্তু জেলা প্রশাসক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ আইনজীবীর ব্যবহৃত চেম্বার উচ্ছেদ করার অভিপ্রায়ে আগামী ২৪/১২/২০১৯ ইং উচ্ছেদ অভিযান চালাবেন বলে একজন মেজরসহ সেনাবাহিনীর পক্ষ হতে জানানো হয়। এমতাবস্থায় নোয়াখালী আইনজীবী সমিতির সদস্যরা আইনজীবীদের অভিভাবক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শম রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার দাবি করছেন।




Discussion about this post