জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে শনিবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘর্ষের ঘটনায় ২ নিহত হয়েছেন। নিহতরা হলেন আফতাব সরদার (৫০) এবং রতন মোহন্ত (৩৮)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ জন। আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় মোসলেমগঞ্জ বাজারে ১০ থেকে ১২টি দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে।
জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাচন পরবর্তী কালাই উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুল ইসলাম মিলন এবং উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী জাদার গ্রুপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
আহত পাঁচজনের চিকিৎসা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চললেও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, মোসলেমগঞ্জ বাজারে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এজন্য পুলিশ ১১৩ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Discussion about this post