বিডি ল নিউজঃ বিরোধীদলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন বলেছেন, একবার হলেও জয়বাংলা অথবা জয়বঙ্গবন্ধু বলুন। তা নাহলে আপানারা দেশে থাকতে পারবেন না। আপানাদেরকে বাংলাদেশ ছাড়তে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ আয়োজিত ‘স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. কায়সার-ই আলম প্রধানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. সুজাউল করিম চৌধুরী বাবুল প্রমুখ।
প্রমোদ মানকিন বলেন, লা ইলাহা ইললাল্লাহু মুহাম্মদুর রাসূল উল্লাহ (স.) বলার কারণে মৃত্যুর পরও এক ব্যক্তির মুখ পঁচেনি। তাই বিরোধী দলকে বলব একবার হলেও জয়বাংলা অথবা জয়বঙ্গবন্ধু বলতে হবে। তা না হলে আপনারা এদেশে থাকতে পারবেন না। আপানাদেরকে বাংলাদেশ ছাড়তে হবে।
তিনি আরো বলেন, যারা এখনও জিন্দাবাদের মধ্যে আছেন এটা তাদের জন্য দুর্ভাগ্য। অন্তত একবার জয়বাংলা বলুন, যারা আজকে জয়বাংলা বলে না একদিন তাদের সবাইকে জয়বাংলা বলতে হবে। এদেশ জয়বাংলা নামে একটাই স্নোগান থাকবে কোন জিন্দাবাদ থাকবে না।
Discussion about this post