বিডি ল নিউজঃ নিজেদের মাঠ আলিয়াঞ্জ আরেনায় শনিবারের এই ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করে বায়ার্ন। ২৫তম মিনিটে রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় দলটি। আর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাস্তিয়ান শোয়াইনস্টাইগার।
গত মাসের শেষ সপ্তাহে শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর পথ হারায় পেপ গার্দিওলার; একে একে বায়ার লেভারকুজেন, অগসবুর্গ ও ফ্রেইবুর্গের কাছে হারে তারা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়ন বায়ার্ন। রানার্সআপ ভলফসবুর্গের পয়েন্ট ৬৯।
পয়েন্ট তালিকার শেষ দুই স্থানে থেকে অবনমন হয়েছে যথাক্রমে ফ্রেইবুর্গ ও পাডেরবর্নের।



Discussion about this post