বিডি ল নিউজঃ নির্বাচনের বর্ষপূর্তি ৫ই জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির জেরে বিএনপি অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সৃষ্টি হয়েছে সংঘাতময় রাজনৈতিক অস্থিরতা। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন কয়েকজন নিরীহ মানুষ। ফলে নতুন বছরের শুরুতে হরতাল-অবরোধে বড় ধরনের ঝুঁকির পাশাপাশি মুখ থুবড়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতায় ২০১৩ সালে দেশের ব্যবসা-বাণিজ্য এক ধরনের ভঙ্গুর দশা নেমে এসেছিল। তবে গত বছর শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ব্যবসায়ীরা সে অবস্থা কাটিয়ে উঠেছিলেন। কিন্তু নতুন বছরের শুরুতে দেশে ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এ কারণে ব্যাহত হয়েছে মানুষের জীবনযাত্রার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডও।
Discussion about this post