আন্তর্জাতিক ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশের টরেন্টোতে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ কমপক্ষে দশজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।
স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিটিনিউজডটকম’র বরাত দিয়ে রয়টার্স জানায়, রবিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে টরন্টোর গ্রিকটাউনে একটি রেস্টুরেন্টের বাইরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এসময় তারা ২৫টি গুলির শব্দ শুনেছেন।
আহতদের অনেককে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার ধরন এবং আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি হামলাকারীর পরিচয়। সূত্র: রয়টার্স
Discussion about this post