বৃষ্টি ও মধ্যাহ্ন বিরতির আগে নিজেদের প্রথম ইনিংসে ৩০.১ ওভার খেলে টাইগারদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১১১ রান। প্রথম সেশনে তামিম আর মুমিনুলের উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এরপর মুশফিকের উইকেটও হারায় টাইগাররা। ব্যাটিং ক্রিজে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক নিয়ে অপরাজিত রয়েছেন ইমরুল কায়েস।
দলীয় ষষ্ঠ ওভারে তামিমকে হারালেও প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল এবং ইমরুল। ভারতীয় বোলারদের সামলে নিয়ে ৮১ রানের জুটি গড়েন এ দুই স্বাগতিক ব্যাটসম্যান। তবে, ৩০ রান রান করে হরভজনের বলে উমেস যাদবের তালুবন্দি হন মুমিনুল। এরপর ব্যক্তিগত দুই রান করে বিদায় নেন মুশফিক।
দলীয় ২৭ রানের মাথায় বাংলাদেশ তামিম ইকবালের উইকেটটি হারায়। তামিমের বিদায়ে ব্যাটিং ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার ইমরুল কায়েস আর মুমিনুল জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে চলেন।




Discussion about this post