সিরাজগঞ্জ জেলা আদালত প্রতিনিধিঃ
আজ সিরাজগঞ্জ আদালতের প্রতি সেরেস্তায় সারা দেশের সাথে একযোগে বার কাউন্সিল সচিব, মোঃরফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে আইনজীবী সমিতিগুলো থেকে টাউট, দালাল, তদবিরবাজ এবং আইনজীবী সহকারী/মুহুরী নামধারী মামলা রিসিভকারী ব্যক্তি ও সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।
নোটিশটি স্থানীয় জেলা আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রদান করা হয়।

নোটিশের বিবৃতি অনুযায়ী সুপ্রীম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া এর দায়েরকৃত রীট পিটিশন নং ২৩০৫/২০২০ এ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি সহ বাংলাদেশের প্রতিটি আইনজীবী সমিতিতে কম বেশি আইনজীবী পরিচয় দানকারী টাউট, দালাল, আইনজীবী সহকারী রয়েছে।
এরা বছরের পর বছর আইনজীবী না হয়েও মামলা রিসিভ করে মক্কেলের ফাইল ও বড় অংকের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হচ্ছে, যার দরুন আইনজীবী সমাজ যথাযোগ্য মর্যাদা হারাচ্ছে।
যা আইন পেশার অপূরণীয় ক্ষতি সহ, দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪১ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন বিধায় শাস্তি যোগ্য অপরাধ যেখেনে ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
সেহেতু উল্লিখিত পরিস্থিতি নিরসনে রীটের নির্দেশনা অনুযায়ী আইনজীবী সমিতি থেকে টাউট, দালাল, তদবিরবাজ এবং আইনজীবী সহকারী/মুহুরী মামলা রিসিভকারী ব্যক্তি ও সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উক্তরূপ নোটিশে কোথাও শিক্ষানবীশদের কথা উল্লেখ না থাকলেও পদক্ষেপ স্বরূপ এম সি কিউ উত্তীর্ণ শিক্ষানবীশ ব্যতীত সকল শিক্ষানবীশদের সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত অবস্থায় আদালত প্রঙ্গনে উপস্থিতির জন্য নিষেধাজ্ঞা সহ এমসিকিউ উত্তীর্ণদের আদালত প্রাঙ্গণের বারান্দায় উপস্থিত এবং এজলাসে অনুপস্থিত থাকার অস্বচ্ছ তথা মৌখিক একরকম পরামর্শ মূলক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
তবে সকলের নিজ নিজ সিনিয়র আইনজীবীর সাথে সেরেস্তায় কাজ শেখায় কোন বাঁধা নেই।
রাহুল কুমার,সিরাজগঞ্জ জেলা আদালত প্রতিনিধি।
Discussion about this post