ফরিদ মিয়া, টাঙ্গাইল থেকে: ২০ দলের ডাকা অনির্দীষ্টকালের অবরোধ চলাকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারুটিয়া এলাকায় একটি যাত্রীবোঝাই সিএনজি চালিত অটোরিক্সায় পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই জেলা ছাত্রদলের নেতাসহ তিনজকে আটক করেছে পুলিশ।
এরা হচ্ছেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম বাবু, ছাত্রদল নেতা সোহাগ খান ও সোহাগ মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে করটিয়া থেকে যাত্রী নিয়ে অটোরিক্সাটি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার পথে তারুটিয়া এলাকায় পৌছলে অজ্ঞাত একটি মোটর সাইকেল থেকে অটোরিক্সাটি লক্ষ করে পেট্রোল নিক্ষেপ করে। এতে তৎক্ষণাত অটোরিক্সাটিতে আগুন ধরে যায়। রিক্সাটির গতি কম থাকায় সবাই তরিগরি করে নেমে পরে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে টাঙ্গাইল থানার কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলের আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি।




Discussion about this post