ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি, বিডি ল নিউজঃ
টাঙ্গাইলের কালিহাতিতে তেলবাহী লরি ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতির সল্লা এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী একটি লরির সঙ্গে ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের দুই যাত্রী নিহত ও হাসপাতালে নেয়ার পর লরির হেলপার নিহত হন। যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post