ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলায় নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, দুপুরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস মহাসড়কের চরভাবলায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়।
Discussion about this post