বিডিলনিউজঃ টাঙ্গাইল সদর উপজেলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রফিকুল ইসলাম ফারুক জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আজ শুক্রবার ভোরে শহরের আকুরটাকুরের ভাড়া বাসার সামনে তাকে গুলি করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের আকুর-টাকুরে নিজের বাসা থেকে হাঁটতে বেরিয়ে বটতলা বাজারের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এলাকায় প্রভাববিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার টাঙ্গাইলে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। শনিবার ভোর ছয়টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত এ হরতাল পালন হবে।
ফারুক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
Discussion about this post