ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির দেশ ব্যাপী ৭২ ঘন্টা হরতালের সমর্থনে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে পৌর উদ্যানে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিক্টোরিয়া রোডে পূরবী কমপ্লেক্সের সামনে পুলিশী বাধার সম্মুখিন হলে সেখানেই দাড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ
করে নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আজম খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা,সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
এসময় জেলা বিএনপি, থানা বিএনপি, শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উক্ত সমােেবশে উপস্থিত ছিলেন।
Discussion about this post