ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি, বিডি ল নিউজঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে হাবিব হত্যা মামলার প্রধান আসামি আশিকুর রহমান আশিক (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দেওয়ান রমজান আলী ঘাটাইল থেকে তাকে গ্রেপ্তার করে। সে টাঙ্গাইল সদরের বাছরাকান্দি এলাকার সেকান্দর আলীর ছেলে।
উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর ইলেকট্রিক মিস্ত্রী হাবিবকে গলা কেটে হত্যাকরে পাথরাইল ইউনিয়নের কৈজুরী গ্রামের পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়। আশিক ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বলে পুলিশ জানিয়েছে।
Discussion about this post