বিডি ল নিউজঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তাদের ‘নির্বাচিত’ হয়ে সংসদে আসার ‘আমন্ত্রণ’ জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। রবিবার জাতীয় সংসদের শপথ কক্ষে এক ‘প্রাক-বাজেট আলোচনায়’ তিনি এই কথা বলেন। রওশন এরশাদ বলেন, আপনারা স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান, আমরাও এ নিয়ে কাজ করছি। আমরা চাই আপনাদের মতো লোক সংসদ পর্যবেক্ষণ করতে নয়, সদস্য হিসেবে সংসদে আসুক। সেজন্য আপনাদের আমন্ত্রণ জানাই। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে তাদের সুপারিশ বিরোধী দলীয় নেত্রীর সামনে তুলে ধরেন।




Discussion about this post