টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র ও প্রায় ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
নিহত দু’জন হলেন- হাসান আলী ও মো. কামাল। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এসআই রাজু আহমেদ, এএসআই মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহীম।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, দুই দল ইয়াবা বিক্রেতার মধ্যে গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইয়াবা কারবারিরা। এতে পুলিশের তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ, অস্ত্র, গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
Discussion about this post