কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক ব্যবসায়ীদের দু’গ্রুপের ‘গোলাগুলিতে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে।
সোমবার ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বট্টলী এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- মিনাবাজার এলাকার ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২০), ঝিমংখালী এলাকার সফর মিয়ার ছেলে মোঃ রফিক (৫৫)।
পুলিশ জানায়, টেকনাফের মিনাবাজার এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ হাজার পিস ইয়াবা ও দুটি এলজি অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ার ও রফিককে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। দুজনই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, গুলিবিদ্ধ দু`জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াবার ব্যবসাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দু`টি দলের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতদের বিরুদ্ধে থানায় মাদক আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে চারটি করে মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post