কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মো. এনামুল হক নামের এক বিজিবি সদস্যকে আটক করা হয়েছে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় দুই হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। আটক মোহাম্মদ এনামুল হক (৩৫) ঢাকা সেনানিবাসের ৩২৫ দক্ষিণ কাফরুল এলাকার বাসিন্দা। তিনি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সৈনিক হিসেবে দায়িত্বরত আছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সোমবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসস্টেশন এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস যুগান্তরকে বলেন, ঢাকাগামী বাসে এক যাত্রী ইয়াবা পাচার করছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বেশ কিছু ইয়াবার পুঁটলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
ওসি বলেন, আটকের পর তার পরিচয় জানতে চাইলে আটক ব্যক্তি জানান, তিনি বিজিবি সদস্য। ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে খরচ জোগাড়ের জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আছাদুজ্জামান সাংবাদিকদের জানান, আটক বিজিবি সদস্যকে ফৌজদারি আইনের পাশাপাশি তাদের নিজস্ব আইনের অধীনেও বিচার করা হবে।
Discussion about this post