হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকালে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইটেও এই টেলিফোনালাপের কথা উল্লেখ করেছেন। এতে তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো, আমি তাকে দিপাবলীর শুভেচ্ছা জানিয়েছি। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছি।’




Discussion about this post