ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে টিন বোঝাই একটি ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ঢেউটিন নিয়ে ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে মির্জাপুরের আছিমতলা পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এসময় টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত ও একজন আহত হন। আহত ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
Discussion about this post